এবার চোখ তোলো,প্রসারিত কর দৃষ্টি
আশাহত বুকে বুজে আছ চোখ
নাড়াও পলক ধ্রুপদী ছন্দে
সকাল দুপুর কিংবা বৈকালী রৌদ্রে।
সন্ধ্যা আসবে ,অন্ধকার গ্রাস করবে চৌদিক
গভীরতায় আসন্ন রাতের
নিশুতি আবহে কি দেখবে তুমি?
গচ্চা গেল বলে থেম না
ঘাপলা তাড়িত কর
চর্বিত খোসা আর কত চিবাবে
খোলস পাল্টাও এবার ।
বন্ধ্যা ধমনীতে প্রচ্ছন্ন রক্তের গতি
প্রতিনিবৃত্ত হোক চোখের চাওয়ায়
বাহবা কুড়াতে নয় ,বাঁচতে
বিকৃতির বিনাশ দাবী বিধ্বস্ত সময়ে।