লজ্জা স্বদেশ তোমার জন্য
কাফনে এবার বলি মুখ ঢাক।
ধর্ষক ,লুটেরা,খুনিদের অভয়ারণ্য তুমি
ফুটো হয়ে গেছে পতাকা তোমার
বিনাশীর মিছিলে বিনষ্ট সব
বিনাশোম্মুখ মানুষ বর্গীর থাবায়।
ধূর্তের ধোঁকায় ধোঁয়াচ্ছন্ন পৃথিবী
তুমি স্বদেশ ,আচ্ছন্ন আছ বিনাশের ধোঁয়ায় ।
দীক্ষিতরা বড় পরিশ্রান্ত
উর্বশীরা দমিত এখন
জোনাকির আলোতেই জ্বলছ জননী
সুবাস দুর্গন্ধে পতিত তোমার।
বিধ্বস্ত মসজিদ ,মন্দির ,মানুষের বিশ্বাস
বিধৌত তুমি দুষিত পানিতে
বিষাক্ত এখন রমণীদেরও নিঃশ্বাস।
বল,কত অঞ্জলি নেবে স্বদেশ ?
ক্ষুধার তাড়নায় সন্তানের লাশ চাও
নিরুত্তাপ শরীরেও এত ক্ষুধা তোমার
রক্ত নিয়েও পিপাসার্ত তুমি
পিঠ অহর্নিশ ঋদ্ধ হয়
দলিত মানুষের,তোমার ছায়ায়
নির্মল বাতাসের দেশ নির্মমতায় ।