যখন স্বাধীনতার কথা বলি
বাঙালী জাতি সত্তা নিয়ে গর্ব করি
আমার পতাকাই আমার অস্তিত্ব ' লিখি কবিতার খাতায়
অনেকেই বলে ,
ও-ত ' আওয়ামীলীগ।
যখন গনতন্ত্র মুক্তির মিছিলে
আমি
ভোটাধিকারের প্রশ্নে হাতে হাত ধরি
বলে ,
ও - ত' বি এন পি।
যখন মেহনতি মানুষের শ্লোগানে
আমিও,কন্ঠ মিলাই
দুনিয়ার মজদুর এক হও '
স্বপ্ন দেখি , সাম্য ও সমতার।
অনেকেই বলে
ও -ত' সাচ্চা কমিউনিস্ট।
যখন আল্লাহ ও রাসুলের কথা বলি
একটি কুসংস্কার মুক্ত ধর্মীয় আদর্শ ভিত্তিক সমাজের
পক্ষে অবস্থান নেই
এই অবস্থান আধিপত্যবাদের বিরুদ্ধে , অনৈতিকতার বিরুদ্ধে
অশ্লীলতার বিরুদ্ধে।
বলে, ও -ত' জামাত খাঁটি রাজাকার।
বলি, বন্ধুরা আমি আওয়ামীলীগ না বি এন পিও না
কমিউনিস্ট কিংবা জামাত'ও না।
কিন্তু আমি -----
আওয়ামীলীগ ,বি এন পি ,কমিউনিস্ট ও জামাতের
সব ভালো দিক গুলোর পক্ষে
এক ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে।