পথ ভুলে আমরা যখন অপেক্ষায় পথের
আলোহীনতায় আসবে আলোকবর্তিকা
চেয়ে আছি আকাশের দিকে
তারকা পথ দেখাল
বেথেলহামের কোন এক গোয়াল ঘরে
আসছেন পথের দিশারী।
সভ্যতার কার্নিশে অবস্থান আমাদের
ঠিক তখন,ঐশী শিশুর আগমন
সমস্ত বাতি নিবে গেল
ওই শিশুর মুখ নিঃসৃত আলোয়
আলোকিত পৃথিবী ,কামনা মানুষের।
যিনি মৃতকেও জীবিত করেন
অন্ধ ,কুষ্ঠ রোগী স্পর্শে হাতের
হয়ে উঠে প্রাণবন্ত ,সজীব মানুষ।
বেথেলহামের মানুষের মুক্তি
অত্যাচার অবিচার ,অধর্মের বিরুদ্ধে
মানুষ মানুষের পাশে
এক ঐশী শিশু
ঈসা ইবনে মারিয়াম।
তোমার অতি আপন বেথেলহাম
অন্ধত্ব ও কুষ্টে আক্রান্ত আবারও
মুক্তি ও স্বাধীনতা অবরুদ্ধ তাদের
আকাশের দিকে চেয়ে আছে অনেকেই
ঠিক আগের মত
কখন আসবেন আবারও প্রতিক্ষিত যীশু আমাদের
ঈসা ইবনে মারিয়াম।