তুমি ঢিল ছুড়বে
আর আমি ঢিলের আঘাতে মাথায়
জখম নিয়ে ধুকে ধুকে মরব
এমন বেকুব ভাবছ ?আমাকে।
এবার দেখ,আমিও
মারছি ঢিল।
বেকুবরাত' ঢিলই ছুড়ে
এবার না হয় আমিও ;
বেকুব হলাম।
শান্ত সময় অশান্ত হয়ে উঠে
বেকুবের ঢিলে।
অশান্ত হবেইত'
সময় বেকুবদের দখলে।
আমি বেকুব
আমার পূর্ব পুরুষরা বেকুব
অনাগত আমাদের শিশুরা বেকুব।
হানাহানি ,মারামারি ,কাটা কাটি
ঘুষ দুর্নীতি
নিত্য সঙ্গী আমাদের।
হিংসা, ক্ষমতা লিপ্সা চিরায়ত
অন্ধকারে আমরা।
এই অন্ধকারেই মারছি ঢিল
একে অন্যকে
আঘাত পাল্টা আঘাত করছে
আমাকেই
এইভাবে আর কত দিন ?