হারায় নদী সভ্যতা খাল বিল
পাল্টে মানচিত্র দেশের
বিকৃত হয় মানুষের আকৃতি
উদ্যম সময় হারিয়ে যায় মহাসময়ে।
মহাকালের গতি প্রত্যক্ষ করে
সময়
আমরাত' সময়ের এক একটি
অংশ মাত্র।
সময়ের সাথে মানুষ
বিবর্তিত চেতনায়
ভিসুভিয়াসের অগ্নুতপাত
মুখ ও মননে
নায়াগ্রার ঝরা পানি
অশ্রু সিক্ত চোখে
সাহারা উত্তাপ ছড়ায়
হৃদয়ে মানুষের।
জল গড়ায়ে খুঁজে পায়
জলের ঠিকানা
ইতিহাসটাও ইতিহাস হয়ে যায়
মনগড়া কাব্যিকতার
ঘটে বিনাশ ,
যুগল বন্দী সময় পৃথিবীর সাথে।
অস্থিত্ব পৃথিবীর
সময় স্রোতে।