ওদের ঠিকানা কে বলবে
ওরা ত' উদভ্রান্তের মত ঘুরে
দেশ থেকে দেশে।
স্বজাতি ,স্ব -বিশ্বাস কে যারা করে
পদদলিত
মানুষ কি বলা যায়,ওদের?
অমানুষ ও অবিশ্বাসীর খেতাব
গায়ে জড়িয়ে খুঁজে আশ্রয়
মাশরিক থেকে মাগরিব।
সময় পাথর সম
থমকে দাঁড়ায়
ওই লা-ওয়ারিশ
আশ্রয় চায়, দিক বেদিক।
দুর্গন্ধময় ঘাম
শরীরে আঁশটে গন্ধ
দুষিত নিশ্বাস ,তাড়িত করে সর্বত্র।
কাপুরুষ লম্পট সে-ত'
ভিতু, নির্লজ্জ
অসীম আকাশের নিচে দাঁড়িয়ে
যুদ্ধ চায় আকাশের সাথে ।
দুর্দান্ত প্রতাপ অবিশ্বাস্য চাটুকার
মনে নয় ,বলে বলীয়ান সে ।
সময়ের আবরণ ফিঙে যখন
ফিরে ঘরে
পৃথিবীর মায়াকানন বীভৎস হয়
উদ্ভট এই মৃত বিবেক
বিতাড়িত
প্রচ্ছন্ন ভালোবাসা থেকে,
কারন , বিবেক দংশিত তাঁর
বিষাক্ত সাপের দংশনে ।
অপবিত্র শরীর প্যারালাইসেস রোগীর ন্যায়
ধ্বসে পড়া এক স্তুপ আবর্জনা
শুধু বয়ে চলে কলুষিত আত্মা
শান্তি বিনষ্টকারী , চায় শান্তি
মুক্ত বাতাস
নিঃশ্বাসে ।
ঠিকানা চায়
বাঁচতে , স্বজাতির হয়ে
বেঁচে থাকাই আরাধ্য ওদের
শেয়াল শকুনের ন্যায় ।
অহর্নিশ শান্তি
সন্ধান তাঁর ওহময়
অন্ধ
তাড়িত সে মরীচিকায় ।
জানে না ,
অনাদি আরাধ্য চাওয়া
কত কাছে
আদি ও অকৃত্রিম বিশ্বাসে ।