অন্ধকার রাত , খোফির আলোতে
মিট মিট করে দেখছি
একটি অশরীরী আত্না ।
পূর্ণিমা , সেত গত হয়েছে
এখন অমাবস্যায়
আচ্ছন্ন আমরা
বিদঘুটে হালুইনের রাত ।
কল্পিত ভয়
কম্পিত হৃদয়ে
ছায়া বাধে প্রতিনিয়ত
বুকের ফাটা শিহরিত হয় ।
সঙ্কুচিত পৃথিবী আরও
সঙ্কুচিত ।
এই রাত লম্বা অনেক
এ যে ভুত- পেত্নী- দানবের রাত।
কল্পিত এক অশরীরী আত্মার রাত ।
রাত পোয়াবার নয়-
বলে প্রেত আত্মারা
দূর থেকে সূর্য হাসে ।
সূর্য , সে- তো উঠবার নয় -
ও অবিনাশী
ক্ষণিক লুকিয়ে থাকে ।
আতঙ্কিতসব
করে সঞ্চয়
সাহস
সূর্যহীনতায় ।
সূর্য , সে-তো সাহসের করে বিন্যাস
কষ্ট ভয়ার্ত সময়ে ।