আজানের শব্দ শুনে
ভাঙ্গে ঘুম , উদিত সূর্যের আভায়
স্নান সেরে , যেখানে দিনের শুরু।
রাখালের গুনগুনানি গান
কবুতরের ডাক
জটলা নারী পুরুষ।
আগুনের উত্তাপ নেয়া -
কাক ডাকা ভোরে ,মায়ের হাতের
এক কাপ চা-
বডড পিড়া দেয় , স্বদেশ কাছ থেকে
অনেক দূরে ,
নিয়তি যখন পরবাস হয়
আকর্ষন ;পরধর্মে।
আল্লাহর মহত্ব জেনে যেখানে
জীবন চলা
সেখানে এখন ঘড়ির এলার্ম
সময়ের দুরন্তপনা।