তারা গুনতে গুনতে আকাশটা হঠাৎ কালো হয়,
কথা শুনতে শুনতে কবিতারা হঠাৎ ভালো হয়,
তারা গুনতে গুনতে তবু থেকে যায়
কতদিকে কত বাকি,
এরকম রাতেই ঘরে ফেরে
আঁধার-পিয়াসী পাখি ।


দূর সাইবেরিয়া থেকে
বাঁচার কায়দা শিখে
খাঁচার দিকে দুটো ডানা
উড়ে আসে,
উড়বার অধিকার
জন্মগত ছিল তার
ষড়যন্ত্রের শিকারে
তার পাসপোর্ট,ভিসারা আকাশে ভাসে ।


ট্রেনের টিকিটে তাই দূর গ্রামের
কোনো অচেনা স্টেশনের নাম লেখা,
যারা শক্তপোক্ত তারা
যাচ্ছে হোটেলে,কারখানায়
যাদের সুরেলা গলা তারা
পাচার হয়,
বারাসাতে,দ্বারভাঙ্গায় ।


ট্রেনে,বাসে সাঁটা থাকে কাগজ,
নিরুদ্দেশ কিংবা নিখোঁজ
বাবার হিসেবের খাতায় মেলে না হিসাব
শেষে সব ঢাকা পড়ে,
শুধু বাড়ে মিসেলিনিয়াস খরচের বোঝ ।


সেই পাখিরা দিন দেখে না,
জানে না কবে বসন্ত যায়,
তবু দেওয়ালে পিঠ ঠেকে না, সূর্য চমকায়
ঘামেভরা জ্বলন্ত গায়ে ।


এদের কাছে মাথা ঝোঁকায় যারা
তাদের মধ্যে সামিল 'সবচেয়ে বড় তারা',
রোজ সন্ধ্যায় গান করে ধ্রুবতারা
'ফিরে আসতে কতদিন বাকি ?'
'তারা গুনতে গুনতে আকাশটা হঠাৎ কালো হয়,
কথা শুনতে শুনতে কবিতারা হঠাৎ ভালো হয়,
তারা গুনতে গুনতে তবু থেকে যায়
কতদিকে কত বাকি,
আজ এরকম রাতেই ফিরুক
আঁধার-পিয়াসী পাখি '