আজ একটা কবিতা পরলাম,  এক  জনইক কবির লেখা আমার খুব ভাল লাগল পরে।। একটি ম্যাগাজিনে পড়লাম।।তাই শেয়ার করলাম এই পাতাটিতেও।
যেহেতু নিজের লেখা কবিতা নয়।আলোচনার পাতা তেই শেয়ার করা
ঠিক মনে হল।।
কবিতা------( কবির পারমিশন ছারা নাম নেব না বলে নাম প্রকাশ করলাম না)


সন্ধি
-----------


অপেক্ষায় ভেঙ্গেছি আয়না
ছরিয়েছি দুরে দুরে মেঘ্লা দিনলিপি
যেসব বিষন্ন ধান ক্ষেত একা একা
সন্ধ্যে পরিব্রিত
এই ১৪২১ এর আশ্বিন শেষের আবছা কুয়াশা
তার কাছে সমবেদনার মত ধূসরতা
রক্ত দাগ গুলি সাফল্য হয়ে এলো


ভেজা নীরবতা তুমি বাশি বাজাবে না?