নতুন নতুন জামা পড়ে
পয়সা করলে বিতরণ,
বড়দিনের আসল তাৎপর্য
যায় কি আহরণ?


পিঠা পায়েস আর কোমল পানিয়
গিলে গিলে সারাদিন,
ত্রাণকর্তা যীশুর নাম যপিলে
হয় কি কখনো সমিচীন?


বড়দিনে ত্রানকর্তাকে গ্রহণে
হতে হবে সরলপ্রাণ,
ভাইকে ক্ষমা দিয়ে নিয়ে
বাড়াতে হবে বড়দিনের মান।


বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে
গরীবকে দিয়ে সম্মান,
আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে
বড়দিনকে করতে হবে মহিয়ান।


বড়দিনকে শুধু মুখে বড় বললে
বড় তা কি কখনো হয়?
ত্যাগের মহিমায় বড়দিনকে
প্রকৃত বড় করতে হয়।