তুমি আসবে বলে
নির্ঘুম রাত্রি কাটিয়েছি অনেক।
গেঁথেছি ফুলের মালা... তোমাকে উপহার দিব বলে।
সাজিয়েছি ঢালি..।


তুমি আসবে বলে
প্রকৃতি সেজেছে নতুন সাজে
বৃক্ষ ডালে এসেছে মুকুল।


তুমি আসবে বলে
পাখিকুল গাইতে শুরু করেছে গান
মরা নদীতে এসেছে জোয়ার।


তোমার আগমন বার্তায়
নেচে উঠেছে কৃষককুল
জেলেরা সংকেত না জেনে
মাঝ দরিয়ায় করেছে মৎস্য শিকার।


তাড়াতাড়ি এসো হে চারুতলা আমার।