কবি মুহাম্মদ রুহুল অমীন'র নিজের দেশে চলো কবিতাটি পড়লাম। কবিতাটি সুন্দর হয়েছে। কবিতাটি অধ্যাত্মিক ভাবগাম্ভীর্য্যসম্পন্ন। এখানে নিজের দেশ বলতে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের মাধ্যমে পরপারকে বুঝানো হয়েছে। সবাইকে মৃত্যুর মাধ্যমে পরপারে যেতে হবে। এই দুনিয়া দুই দিনের। এ সত্য বিষয়টি কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে।