কবি শিমূল দত্তের একটি সহজ সরল কবিতাটি পড়লাম। কবিতাটি ভালই হয়েছে। এটা একটি সহজ সরল প্রেমের কবিতা। কবিতাটি প্রেমিক-প্র্রেমিকার কথোপকথন। কবি প্রেমিক ও প্রেমিকাকে আলাদা চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছে। প্রেমিক-প্রেমিকার আকুতি এ প্রেমের উপজীব্য বিষয়। মানুষের প্রেম এমনই হয়। প্রেম মানুষকে অন্যরকম সত্তা দান করে যার ফলে মানুষ যে কোন কমিকমেন্ট করতে পারে। সত্যিকার প্রেমের জয় হবেই হবে।