ক্ষুদ্র ও দারিদ্রমুক্ত সমাজ বির্নিমানে,
চলো সবাই হাত ধরে সমবায় অঙ্গনে।
দশে মিলে গড়তে হবে দেশটাকে ভাই,
সমবায় ছাড়া আর কোন বিকল্প যে নাই।
আত্মনির্ভরশীল সমাজ গড়বে সমবায়,
দশে মিলে কাজ করবো, লজ্জা যে নাই।
ঋণ-ধার সমবায় ছাড়া করবোনা আর,
সুদে টাকা এনে ভুল করবো না বার বার।
সমবায় আমাদের যোগাবে অনেক শক্তি,
সমবায় দিয়ে যাবে গণমানুষের মুক্তি।
সবসময় সঞ্চয় করা সমবায়ের মূল,
সমবায়ের পতাকায় না এসে করোনা ভূল।
চিন্তামুক্ত জীবনের জন্য সমবায় চাই,
সমবায়ের চেয়ে উপকারী এ ভূবনে নাই।
চল চল সবে মিলে সমবায় করি,
সুখী ও সমৃদ্ধময় জীবন মোরা গড়ি।