বর্ষা এলে কন্ঠ ছেড়ে টপ্পা খেয়াল গায়,
কুনো ব্যাঙ খাটের তলে
কোলা ব্যাঙ ডোবার জলে
গেছো ব্যাঙ গাছের ডালে
গাইছে সবাই একই তালে
গানের তালে নাচে, না কি! চার পায়ে দাপায়।


টপ্পা খেয়াল শুনতে এলো খালের যতো মাছ,
বর্ষার জলে খেলা ফেলে
আসল তারা পাখনা মেলে
ব্যাঙের মূর্তি দেখল চেয়ে
ধরতে আসে ক্যামনে ধেয়ে
জীবন ভয়ে ছুটল তারা করতে পেরে আচ।