ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
কান্না লিখি রোজ
জীবন হল উথালপাথাল
কে কাকে নেবে খোঁজ!


নদীর জল ফুঁসলে ওঠে
কলরব করে সবাই
কোমর জলে হাঁটছে মানুষ
জীবন হবে জবাই।


ভেসে গেছে সুখের ঠিকানা
প্রকৃতি নিচ্ছে শোধ
অসহায় মানুষ খুঁজছে ঠিকানা
ফিরবে কবে বোধ?


প্রকৃতির কাজে দিয়েছ বাধা
তাই তো আসে বান
দুকূল ছাপিয়ে দেয় ভাসিয়ে
কোথায় পাবে ত্রাণ!


বন্যার জলে জীবন হানি
নতুন কিছু নয়
মানব জাতি হও সাবধান
নইলে জীবন ক্ষয়।


       *****


রচনাকাল  - ০১|০৭|২০২২