ঘাস ফড়িংয়ের মতো উড়েছো সারাটা বেলা
পৃথিবীর বুকে লিখেছ বাঁচবার মানবিক অধিকার।


সূর্যাস্তের ধূসর আলোয় মেখেছ শ্রাবণের রঙ
যৌবন সন্ধিক্ষণে ভিজতে ভিজতে ভেসেছো অবিরত।


সারা শরীরে লিখেছ ভালবাসার মান অভিমান খেলা
সূর্য ডোবা আলোয় মহেঞ্জদাড়ো সভ্যতা হয়েছে ধ্বংস।


নীল নদ দিয়ে বয়ে গেছে অনেক অতীত ইতিহাস
সময়ের চেনা গণ্ডি পেরিয়ে হৃদয় হয়েছে ব্যাকুল।


উদাসীন পাখি ছুঁয়েছে আকাশ মনের ঠিকানায়
ঝাউবন জুড়ে শুধু চেনা মেঘ ভালবাসা নতজানু।


উড়ছে হাওয়ায় হলুদ শাড়ি বুকের জমি খোলা
রামধনু রঙ উপছে পড়ে লজ্জাবতীর পাতায়।।


             *******