রক্ত চক্ষু দেখায় সবাই
পেওনা কেউ ভয়
চোখের উপর চোখটি রেখো
নইলে জীবন ক্ষয়।


কেউ হাসছে কেউ কাঁদছে
কেউ বা আছে নীরব
চোখের ভাষা ক'জন বোঝে
কেউ বা প্রতিবাদে সরব।


গলার ফাঁসটা যাচ্ছে এঁটে
মুখ দিয়ে ওঠে রক্ত
প্রতিবাদী হলেই তোমাকে এখন
হতেই হবে শক্ত।


ক্ষীণ আঁধারে জ্বলছে প্রদীপ
রাতেই দস্যু ওরা
সবাই মিলে করো প্রতিবাদ
ধরবে ওদের জ্বরা।


সুখের পৃথিবী জোছনা ছড়ায়
যেখানে শুধুই আলো
কন্ঠ চেপে ধরবে না কেউ
সব্বাই থাকুক ভালো।


      ******


রচনাকাল -
৭ ই মে ২০২৪