পঁচাত্তর বছরেও অন্ধকার কাটে নি
স্বাধীনতার বিলাসিতা আমাদের মানায় না
শহীদের বলিদান ক'জন বোঝে!


হৃদয়ের ভাঙা বারান্দায় উড়ছে জাতীয় পতাকা
আজও বন্দী দশা থেকে মুক্তি নেই
নিরন্ন মানুষের দীর্ঘশ্বাস বড় বেদনাদায়ক।


অভুক্ত শিশুদের কান্না ভেসে আসে অচিনপুর থেকে
স্বাধীনতা যেন দুঃখিনী মায়ের চোখের জলের নদী
বন্ধ্যা সময় থমকে দাঁড়িয়ে হেমন্তের প্রতিক্ষা করে।


স্বাধীনতা হল মুক্তির বসন্ত
স্বাধীনতার রোদ্দুরের স্নান করছে কোটি কোটি ভারতবাসী
ভারতবর্ষ স্বাধীনতার এক নাম।


      ******


১৫ আগস্ট ২০২৩