কবিতার পাতা হচ্ছে ধূসর
পাণ্ডুলিপির নেই খোঁজ
ক'জন পড়ে লেখা কবিতা
কবিরাও দিচ্ছে ভোজ!


কলম দোয়াত খাতা পেনসিল
দেয় না কেউই হাত
ফেসবুকে লিখে পায় সম্মান
দেখো না কারুর জাত।


শরতের মেঘ হয়েছে উদাস
শ্রাবণ করেছে রাগ
কবির কলম সাদা কাগজে
কাটে না আর দাগ।


ধূসর চোখে লিখছে কবিরা
সুখের দিনের গান
শ্রাবণ ধারায় ভিজছে মাটি
বুদ্ধিতে দাও শান।


কালি শুকিয়ে দোয়াত পাথর
কলমের নেই জোর
জোনাকি আলোয় সাঁতার কেটে
দেখবে নতুন ভোর।


        ******


১৭ আগস্ট ২০২৩