আকাশ জুড়ে শ্রাবণের মেঘ
প্রকৃতির সাজ ভিন্ন
কৃষকের মুখে ফুটবে হাসি
যদি জোটে অন্ন।


শ্রাবণ দিন বাদল মেঘ
আষাঢ় হয়েছে শেষ
বৃষ্টি দেবেই শ্রাবণের মেঘ
রইবে তারই রেষ।


বারো মাসই অভাব জানি
বর্ষা এলেই খুশি
দুমুঠো ভাত জুটবে এবার
মুখে এসেছে হাসি।


ঈশান কোণে উঠেছে মেঘ
নামবে শ্রাবণ ধারা
বৃষ্টি ভিজে করবে চাষ
কৃষক যাবে না মারা।


উদাস বাউল গাইছে গান
বৃষ্টিতে হবে সৃষ্টি
সবুজ বনানী হাওয়া দোলে
নামুক জোরে বৃষ্টি।


       *****


রচনাকাল  - ১৯|০৭|২০২২