পাখির পায়ে শিকল বাঁধা
কবে যে হবে মুক্ত
মানুষ পরেছে নিজেই শিকল
মুখ দিয়ে ওঠে রক্ত।


শিকলে বাঁধা মনুষ্য জীবন
পায় নি মানুষ টের
দুচোখ জুড়ে শুধুই আঁধার
এ যে ভাগ্যের হেরফের!


নিজেরা পরলে পায়েতে শিকল
লিখলে কপালে মরণ
আকাশে বাতাসে বিষ ছড়িয়ে
ঈশ্বরকে করলে স্মরণ।


হৃদয় খুঁড়ে পাতলে সবাই
নিজের মরণ ফাঁদ
আর কখনো পাবে না দেখা
পূর্ণ জোছনা চাঁদ।


সভ্য মানুষ আর কতকাল
ঢাকবে নিজের দোষ
নিজের পাপ অস্বীকার করে
বললে, দোষী নন্দ ঘোষ!


         *******


২২ ফেব্রুয়ারি ২০২৩