সারাদিন ঝিরঝিরে বৃষ্টি সঙ্গে বাদল হাওয়া
কখনও বৃষ্টি বাড়ছে আবার কখনও বা হালকা ভাবে
রবিবারটা এভাবে কেটে যাবে কে জানতো!


শ্রাবণ মাস মানে বৃষ্টি ভেজা মাটির গন্ধ
কৃষক এবার কৃষিকাজ নিয়ে মেতে উঠবে
দুমুঠো অন্নের প্রকৃত লড়াই শুরু এই সময় থেকেই ...


ধানের চারা রোপণের কাজ শুরু হয়েছে মাঠে মাঠে
কৃষকরা ভিজতে ভিজতে জীবনের গান গায়
বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে রূপবতী কন্যা।


শ্রাবণ মাস জুড়ে কৃষি কাজ চলে  -
কৃষকেরা বসে থাকবার ফুরসত পায় না
সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সাঁঝ বেলায় ঘরে ফেরে।


শ্রাবণের ধারায় ভেসে ওঠে হৃদয়ের উপকূল
শ্রমের মূল্য একদিন ওরা পাবেই পাবে -
তখন এই বৃষ্টি ভেজা দিনের কষ্টটা কৃষকেরা ভুলেই যায়।


           *******


রচনাকাল  - ২৪|০৭|২০২২