সমঝোতা করতে করতে শিরদাঁড়া বেঁকে গেছে
জীবনের পথ হারিয়ে যাচ্ছে ধূসর অন্ধকারে
গভীর অসুখে আক্রান্ত মানুষ, তার নাম সমঝোতা।


ঘরে বাইরে সমঝোতা করতে করতে সব্বাই এখন বোবা
সমঝোতা তোমাকে করতেই হবে নইলে অশান্তি সর্বত্র
জীবন থেকে চলে যাবে ভালোবাসা।


একফালি রোদ্দুর খুঁজতে খুঁজতে বসন্ত পেরিয়ে যায়
ভাঙা সংসার যেন স্রোতহীন রুগ্ন নদী
সমঝোতা করলেই সব সমস্যার সমাধান।


সুখের বিছানা কাঁটাতে ভরে যায়  -
বিবর্ণ রোদ্দুরে পুড়ে যায় ভালোবাসার মধুর সম্পর্ক
মুখে হাসি নেই, রামধনু রঙ ক্রমশ ফিকে হয়ে যায়।


ভাঙছে মাটির বাঁধ  -
আর্তনাদ করছে হৃদয়ের উঠোন
সমঝোতা করো, শান্তি পাবে...
নতজানু হয়ে স্বীকার করো সব অঙ্গীকার।


          *******


২১ জুলাই ২০২৩