শকুনের ডানায় এখনও মরা গরুর গন্ধ মিশে আছে
এখন ভাগাড়ে তেমন গরু পড়ে না -
সবই তো পাচার হয়ে যাচ্ছে এদেশ ওদেশ।


শকুনদের লড়াইটা ভাগাড়েই সীমাবদ্ধ  
শকুনের গলা দিয়ে নামে না গরুর মাংস
অভুক্ত শকুনের দল ডানা ঝাপটায় ভাগাড়ের মরা ঘাসের বুকে।


মানুষ যদি শকুন হয় গরুকে মরতে হয় না
কোটি কোটি টাকা গায়েব হয়ে যায় অলীক অন্ধকারে
চাঁদের আলোর বিছানায় শুয়ে আছে জীবন্ত অভুক্ত শকুন।


নীল অন্ধকারে পাচার হয়ে যায় নিরীহ গরু
জোনাকির আলোয় যাতায়াত করে অসৎ মানুষের কঙ্কাল
সব্বাই জানে, অথচ মুখে কুলুপ এঁটে বসে আছে মানুষ।


ভাগাড় আছে গরু নেই -
শকুনের কান্না শুনতে পায় না কেউই
মানুষের লোভে পুড়ে যায় সভ্য মানুষ মান মর্যাদা।


             *******


রচনাকাল  - ২৮|০৯|২০২২