ফুলের কুঁড়ি হবে ফুল
ভ্রমর আসবে ছুটে
উল্লাস করে খাবে মধু
নেবে সবই লুটে।


রঙিন ডানায় প্রজাপতি
সূর্যের দেশে যায়
চাঁদের হাসি হাসছে শিশু
ভ্রমরের নেই দায়।


শীতের আমেজ মাখছে গায়ে
শিশু বুড়ো সবাই
প্রকৃতির সাথে সন্ধি করো
কেউ হবে না জবাই।


চাঁদের বুকে মানুষ গেছে
পায় না খুঁজে সুখ
ঠোঁটের কোণে হাসি লাগিয়ে
লুকাই পেটের ভুখ।


ভ্রমর এসে খাবে মধু
মানুষ জানে না সন্ধি
প্রকৃতির রসদ যাবে শুকিয়ে
দস্যু মানুষ বন্দী!


     *****


২২ নভেম্বর ২০২২