দুহাতে ধরেছি মুগ্ধ আলোর রোশনাই
সারা শরীর আলোয় উদ্ভাসিত
ব্যর্থ জীবন হোক না আলোময়
ভেসে যেতে চাই পবিত্র পরশে।


চোরকাঁটা বেঁধা বুকে লাগুক আলো
মাটির গন্ধ নিতেই ভুলে গেছি -
ভোর বাতাসে বিরহের গান লেখা
উত্তরণের পথটি ছিল পিছল।


আলোয় পুড়ে শরীর শুদ্ধ হোক
নতজানু আজ স্মৃতিভ্রষ্ট উল্কা
স্মৃতির আলোয় ভাসছে গলিপথ
পথের শেষে নিভে গেছে সব আলো।


অন্ধকারে হাঁটতে পারি  বেশ -
দুহাতে ধরেছি আলোয় পোড়া ছাই
ছাইয়ের মধ্যে মাংস গন্ধ পাই
শরীর পুড়ে কখন হয়েছে শেষ।।


         ********