পায়ের নীচের শক্ত মাটি
অজান্তে হয়েছে নরম
গভীর খাদে কান্না লিখে
করছি কেন শরম?


বন্দী পাখি খাঁচায় রেখে
করছি সবাই উল্লাস
মানুষ কেন নিঃস্ব হয়ে
হারিয়ে ফেলেছি বিশ্বাস।


শক্ত মাটি যাচ্ছে সরে
অজানা রোখার পথ
আকাশ জুড়ে ঘনায় আঁধার
লিখছে যে দাসখত্।


মানুষ মানুষকে করে না বিশ্বাস
বাড়ছে ঋণের বোঝা
সামাল দেবে কোন মহাজন
পারবে কী হতে সোজা?


পায়ের নীচের শক্ত মাটিতে
মিসছে লোনা জল
বাঁধের মাটি পলকা হলে
হাতেনাতে পাবে ফল।


       *******


১৩ ডিসেম্বর ২০২২