ঠোঁট শুকিয়ে বিকেলবেলার মাঠ
মাঠের ধারে রাখাল ছেলে বসে
ধুলো ওড়ে তীব্র দহন বেলায়
ফিরে গেছে সঙ্গী সাথী সব।


রাখাল ছেলে তবুও প্রতীক্ষায়
ঠোঁটে তোমার কখন উঠবে চাঁদ
চাঁদের আলো মাখবে রাখাল ছেলে
পরশ নেবে তোমার ঠোঁটটি ছুঁয়ে...


রাখাল ছেলে বড়ই অভাগা
তোমার ছোঁয়া পরশমণি ভাবে
ঠোঁটে এখন গোধূলি বেলার রঙ
সেই রঙেতে হারিয়ে যাবে সে।


ঘরে ফেরার নেই যে তাড়া তার
রাখাল ছেলে তোমার ঠোঁটে শুয়ে
ঘুমিয়ে পড়ে তুমিই আকাশ জেনে
রাত্রি শেষে উঠবে নতুন ভোর ।


          *******