পুড়ে ছারখার হয় শরীরের গোপন অভিসার
নিষ্পলক চেয়ে আছে অবোধ বালিকার মতো
দু’চোখে প্রথম শ্রাবণের মেঘ ভরা জল।


সব নদী সাগরে মেশে না, আবার –
সব ফুলে দেবতার পূজা হয় না,
মাতৃত্বের অধিকার পায় না সব নারী।


শরীর পুড়ে ছারখার হয় ভালোবাসা
দিগন্ত আলোয় জন্মের ক্ষত লেখা হয়
ঘাসের বুকে নরম রোদের মায়া।


ক্যানভাস জুড়ে রক্ত পোড়া ছাই
ভালোবাসা খোঁজে জন্মের অধিকার
পুড়ে ছারখার মনের গোপন ব্যথা।।


         ******