ট্রাম লাইনের ধারে দাঁড়িয়ে অবাক পৃথিবী
আয়ুরেখা যেন ছুঁয়ে গেছে অচেনা রোদ্দুর।


জানালায় ঠেস দিয়ে বসে নিজের বিবেক
ভাঙনের শব্দ চলন্ত ট্রামের মত ...


ইশারায় ডাকে মিথ্যে স্বপ্নের মায়াজাল
চরম সংকটে একা দাঁড়িয়ে প্রস্তরযুগ।


গণিকার চোখের কাজলে ভিজে ওঠে ভোর
লজ্জাহীন চাহনিতে প্রবৃত্তির উষ্ণতা থামে না।


ট্রাম লাইন জুড়ে উৎসারিত জীবনের জলছবি
ক্লান্ত বিষণ্ণ ট্রাম মুখ থুবড়ে পড়ে মাঝ রাস্তায়।


প্রতিটি রাতে নারী পুড়ছে, গণিকা পুড়ছে –
দেখতে দেখতে আবার একটা লাজুক সকাল।


ট্রাম লাইনের ধারে রেলিং জুড়ে কোলাহল
ভোরের আলোয় নষ্টের সীমারেখা মুছে যায়।।


        ********