আঁধার রাত পিছল পথ বৃষ্টি আসছে ধেয়ে
মনের বীণায় বেসুর বাজে ছন্দ বিহীন গেয়ে।


উড়ো চিঠির খামে ভরা বানভাসি ইতিহাস -
আকাশ ভেঙে নামছে মেঘ প্রকৃতির পরিহাস।


নদী বাঁধে ধরছে ফাটল শুকিয়ে সবার মুখ
জল থৈ থৈ ডুবছে শরীর হারিয়ে গেছে সুখ।


একমুঠো ভাত কিংবা ত্রিপল মানুষ দিশেহারা
ত্রাণের জন্যে হাহাকার করে ছুটছে পাগলপারা।


প্রতিশ্রুতি দিচ্ছে সবাই সুখ করেছে আড়ি
ত্রাণের সঙ্গে দেবে নাকি স্বপ্ন সাধের বাড়ি!


          *******