বুকের বারান্দায় দাপাদাপি করে
অশনি মহাকাল -
মেরুদণ্ড নুইয়ে যাবার আগে
মানুষের হাতটা একটু ধরো।

ঝাঁকে ঝাঁকে অচিন পাখি ওড়ে
হৃদয়ের ঝুল বারান্দায়
অদ্ভুত ভিখারি বেশে দাঁড়িয়ে
অসংখ্য দীন দুঃখী –

ভালোবাসার মহাকাব্যে মানুষকে
বাঁচতে শেখাও নতুন করে
বিষ বাতাসে বেঁধো না
সুখের ঘর ...

মহাকাল ছাড়বে না
তোমার গলিত শবে
ওরাই দেবে ফুল, চন্দন, ধূপ।

     ********