বুকে লুকোনো রং মশাল
দু’চোখে রঙিন ধ্রুবতারা
শিউলি বিছনো পথে  
সোহাগ প্রেমের আলপনা।

চেনা সুগন্ধে শিউলি আজও ঝরে
শিশির স্নাত প্রভাতে ...
মেঘ পরীদের ডানায় ভেসে যায়
শরৎ মেঘের দল।

বুকে আছে অবুঝ দাবানল
ওষ্ঠে দেখাও ভালোবাসার ছল
মিছে ভাঙ্গছো সারাটা দিন পাথর
সব পাথরই হবে না পরশপাথর।

পিছন ফিরে তাকাবার নেই সময়
ভালোবাসা নয় তো বালির বাঁধ -
সর্বস্বান্ত ভালোবাসার ঋণে
শোধ হবে কি এক জীবনে?

       ******