ভালোবাসার পরতে পরতে
উচাটন ঝাউবন।

ছেঁড়া ছেঁড়া মেঘ গুলো
ভেসে যায় প্রকৃতির আঙিনায়।

মনের জানালায় লাগিয়েছো
বসন্ত বাহারি পর্দা।

জল তরঙ্গে নাচছে দেখ
মনের সাতটি সুর ।

অচেতন মনে ভেসে ওঠে
ভালোবাসার রামধনু রঙ ।

চাঁদের বুকে কলঙ্ক মুছে
জ্যোৎস্না দিয়েছি ভরে ।

গ্রহণ লাগার আগে
আসে না যেন তৃতীয় পুরুষ ।

ভালোবাসার নকশি কাঁথায়
দিয়েছি বেঁচে থাকার মন্ত্র ।

        *****