মনের দেওয়ালে বরফ চাপা আগুন
রেখো না হাত অমন করে
আগুন নিভে যাবে -
পৃথিবীর আগুনে পুড়ে যায় ঘরবাড়ি
বেঁচে থাকে তবুও ভালোবাসা
দগ্ধ হয় না এ মানব জীবন
বয়ে যায় সাঁঝ বেলা।

পাথর ভাঙতে এসেছিল যারা
ফিরে গেছে অগোচরে
আগুন নিয়ে গেছে চলে তারা
ভালোবাসা গেছে ফেলে,

ঝর্নার জলে স্নান করে ফেরে
গ্রাম্য যুবতী বালা
সূর্যটাকে ডুবিয়ে দিল
অবুঝ কিশোরী যারা।

গ্রাম্য আঁধারে প্রদীপের শিখা
নিভু নিভু করে জ্বলে
গ্রাম্য যুবতীর মনের আগুন
প্রদীপ কি নেভাতে পারে?

    ******