ভোরের বাতাসের কোলাহল থেমে গেছে
রক্তিম পুব আকাশ হয়েছে আলোকিত -

সম্মতি ছাড়াই মুখোরিত পাখির দল
এক ঝাঁক সাদা বক
উড়ে যায় দূর নীলিমায় ...

নদীর বাঁকে স্রোত মিশে যায় অবহেলে
ভাটিয়ালি গানে মগ্ন একতারা

প্রতিটা দিন আগামীর প্রতিশ্রুতি
ভালোবেসে বাঁচতে চাওয়া মানুষ
খেটে খাওয়া কিংবা ধনী এমন -

প্রতিটা দিন সূর্য অস্ত যায়
আসে আবার নতুন একটা ভোর ।

          ******

রচনাকাল - ১৭/০৪/২০১৬