যদি আমাকে না চাও
চলে যাব আমি
প্রতিবাদ করবো না …

অন্ধকারেই যাব চলে
একদিন তুমিই এনেছিলে আলোতে
ভয় নেই, কেউ জানবে না -

ভাঙ্গা জিনিস জোড়া যায়
কিন্তু দু’টো মন -
জোড়া যায় কি?

কার দোষ জানি না
তবু ভেঙে গেল
দু’টি মনের ভা-লো-বা-সা

      ****

রচনাকাল – ৩১/০১/১৯৯৪
( ২২ বছর আগে লেখা )