আকাশ ছোঁয়ার আগে
তোমার হাতটা আমাকে দিও
স্পর্শ করবো …

ভালোবাসা প্রহর গোনা রোদ্দুরে
তোমাকে অপরূপ লাগে

যদি এক চিলতে আকাশ
আমাকে দাও...
তোমার উর্বর শরীরে
প্রতিটা পল আমি অনুভব করবো
তোমার উষ্ণতা...

মাটির গন্ধে যেমন
একটা চারাগাছ উন্মোচিত করে
তার দেহ বল্লরী...

স্পর্শ দাও আমাকে
বাঁচার অঙ্গীকারে
মাটির গন্ধের মতো…

      *****