চোখ বুজলেই দেখতে পাই
তুমি একটা নদী -
এঁকে বেঁকে চলে গেছো
অজানা নিরুদ্দেশে...

বাতাসের অন্ধকার ভেদ করে
বিপদজনক ভঙ্গিতে
বয়ে গেছো সীমানা ছাড়িয়ে...

চোখ খুললেই দেখতে পাই
পাশেই আছো শুয়ে -
আমাকে স্পর্শ করে।

দেওয়াল ঘড়িতে টিক্  টিক্ করে
বেজে চলেছে একটা, দুটো, তিনটে…
মধ্য রাতের নিস্তব্ধতাকে ম্লান করে
অঘোরে ঘুমোয় আমাদের
দুই সন্তান -

নিজের অজান্তেই কখন নেমে আসে
শান্তির ঘুম...

         ****
রচনাকাল - ১১/০৯/২০১৫