বৃষ্টি ভেজা আষাঢ় দিনে
ফুটবে কদম ফুল
ফসলের কাব্য কৃষক লেখে
করবে না কেউ ভুল।


জনম জনম ঋণের বোঝা
তবুও করে চাষ
কৃষক বলে - মাটিই মা
করবো সুখে বাস।


অভাব আছে দুঃখও আছে
বৃষ্টি মাথায় মাখি
কাদা মাটি জীবন খাঁটি
উড়ছে আকাশে পাখি।


ঋণের বোঝা বাড়বে কতো
তবুও পাই না ভয়
গরীব জীবন থাকবে বেঁচে
নেই যে ওদের ক্ষয়।


মেরুদণ্ড গেছে বেঁকে
তবুও হাসি মুখ
ফসল যদি থাকে ঘরে
ওতেই সবার সুখ।


     *****


৪ জুলাই ২০২৩