একটা ঘুড়ি কাটতে পারিনি কখনও
সবাই আমার ঘুড়িকে করেছে ভোঁ-কাট্টা
চিলেকোঠায় দাঁড়িয়ে দেখতো দোতালার কিশোরী
ফিক করে হেসে বলতো, “হাদারাম”।


নষ্ট মেঘের ফাঁকে ফাঁকে খুঁজেছি ঘুড়িগুলোকে
নীল নক্ষত্র জেগে বসে সারারাত ...
ঘুমের মধ্যে স্বপ্নে চেঁচিয়ে উঠে বলছি ভোঁ-কাট্টা
কখন যে মিশে গেছি দোতালার অষ্টাদশীর সাথে।


পড়ন্ত বিকেল ছুঁয়ে যায় ঈগলের ডানা -
দুজনে ছুটছি একটা ঘুড়িকে ধরতে
কাটা ঘুড়িটা আমাদের বুকের মধ্যে
লেপটে যেত কখন হুঁশ থাকতো না।


কখনো বা পড়ে গেছি সবুজ ঘাসের বুকে
ভালোবাসা হাত ছানি দেয় পশ্চিমের মেঘ
পড়ন্ত বিকেলের হাত ধরে সূর্য ডুবে যায় -
দুজনে হারিয়ে যেতাম আঁধারের মায়াজালে।


             **********