হাত থেকে পিছলে যাচ্ছে সময় -
বিবর্ণ চিলেকোঠায় জমা হয় ভালোবাসার গল্প
ওষ্ঠের সুগন্ধি নিতে অপেক্ষা করতে হবে জনম জনম।


পলিমাটির উর্বরতায় জন্ম নেয় ফসলের অঙ্গীকার
শিশির ভেজা রোদ্দুরে শরীর মৌতাত নিতে ভালোবাসে
খড়কুটোর মতো জড়িয়ে ধরতে চায় ভালোবাসার মানুষকে ...


তথাগত বুদ্ধের মতো ধ্যানে মগ্ন যৌবন
বিষে ভরে উঠছে হৃদয়ের দীর্ঘশ্বাস  -
তবুও পলিমাটির মতো উর্বর ভালোবাসার জমি খোঁজে সব্বাই।


ঝমঝম করে বৃষ্টি নামছে হৃদয়পুরে -
সব প্রেমিক প্রেমিকাই ভিজতে চায় সারা জীবন
পলিমাটিতে বৃষ্টি পড়লে যেমন করে উল্লাস করে সবুজ বনানী।


            *******


০৪ জানুয়ারী ২০২৩