ঘাসের বুকে নরম আলোয় দুরন্ত শৈশব
ভালোবাসায় ইলশেগুঁড়ি মুক্তির বৈভব।


চোখের ভাষায় চঞ্চল সুর মনটা আকাশনীলে
সোনালি স্বপ্নে বিভোর হৃদয় ছন্দ খুঁজি ভুলে।


ভ্রমরের সাথে গোপন খেলা বৃষ্টি ভেজা ভোর
দিঘির জলে সূর্য কিরণ প্রভাতে কাটেনি ঘোর।  


পলাশের রঙ ছুঁয়েছে আকাশ একতারা আনমনা
চাঁদের আলোয় কেটেছে আঁধার পথিক কোন জনা।


শৈশব ফেলে এসেছি এখন পুরুষ অবুঝ মন -
হৃদয় জুড়ে রঙ লেগেছে ভালোবাসা আপনজন।


              ******