নীল চোখ সোনালী চুল
তুমিও পরেছো শাড়ি
এই মাটিতেই লিখলে জীবন
হলে পূর্ণ নারী।


সাতটি সাগর পেরিয়ে এলে
করতে পড়াশোনা
বাঙালি হৃদয়ে জড়ালে জীবন
সোহাগের আনাগোনা।


জানো না তুমি বাংলা ভাষা
জানো না বাংলা মনন
করলে তুমি সবকে আপন
করলে নিজেকে খনন।


জানলে তুমি রবীন্দ্রনাথ
গাইলে নজরুল গান
রবীন্দ্র নজরুল হল একাকার
বাংলা মায়েরই দান।


বাংলা ভাষা এতো সুমধুর
ছিল না আগে জানা
সব ধর্মের মানুষ এখানে
খায় একসাথে খানা।


ওগো বিদেশিনী ফিরলে না আর
নিজের আপন দেশে
কপালে সিঁন্দুর আঁকলে নিজেই
জিতলে হৃদয় এসে।


        ******


রচনাকাল  - ১৭|০৬|২০২২