কেউ জানে না কমবে কবে
লক্ষ ঋণের বোঝা
কোমর বেঁকে গিয়েছে সবার
আর হবে না সোজা।


সুখের বন্দর খুঁজতে গিয়ে
স্বপ্ন পুড়ে যায়
নীরব আলো চোখের কাজলে
আঁধার গিলে খায়।


শ্রাবণ ধারায় যাচ্ছে ডুবে
মাটির কুঁড়ে ঘর
জীবন তরী ফেঁসে গেলেই
আসবে হাজার ঝড়।


বুকের ব্যথা বাড়ছে ক্রমে
মুকুব হবে ঋণ
চিতার আগুন ডাকছে জানি
বাঁচার স্বপ্নও ক্ষীণ।


ও বাজিগর দেখাও খেলা
তোমার আশায় থাকি
পথ বহুদূর বাঁচতে হবেই
ঋণ যে অনেক বাকি।


       ******


২৭ জুলাই ২০২৩