নদীর ঘোলা জলে অনন্ত কলরব
মোহনায় মেশে অস্থির আবর্জনার স্তূপ
নদীর বুক থেকে লুটে নেয় পবিত্র জলধারা।


মৌনতা ভেঙে গর্জে ওঠে বহু নদ ও নদী -
ভরা বর্ষায় ভাসিয়ে দেয় সারা বছরের পাপ
ফুঁসলে উঠে আঁধারে ডোবায় শহর কিংবা গ্রাম।


গঙ্গা যমুনা সরস্বতী কিংবা শতেক নদ-নদী
বরফ গলছে হিমালয়ে ফালাফালা হয় দু’কূল
আবর্জনা বন্ধ করে রুদ্ধ করো না গতি।


সুস্থ রাখো নদীর জীবন বাঁচবে সবার প্রাণ
নষ্ট নদী নষ্ট জীবন নষ্ট সুখের আশা
সোনালী সকাল সুস্থ জীবন নতুন করে বাঁচা।।


         *******