ছোট্ট নদী বুকের মাঝে
সদাই বয়ে চলে
সেই নদীতে ডুববে মানুষ
স্বপ্ন যাবে ভুলে।


মনের নদী বড়ই গোপন
শোনে নীরব কথা
সব মানুষের সুখ দুঃখ
আছে অনেক ব্যথা।


গোপন নদী সুড়ঙ্গ পথ
যাবে কখন বুঁজে
চেষ্টা আবার যতই করো
পথটি পাবে না খুঁজে।


সকাল সাঁঝে উথালপাথাল
ওঠে নদীতে ঝড়
হৃদয় নদী ভেঙে চুরমার
মানুষের পাবে না ধড়!


প্রতি নিঃশ্বাসে বিষেই ভরা
মনের নদী কাঁদে
শ্রাবণের মেঘ দুকূল ভাসালে
মানুষ পড়বে ফাঁদে।


        *****


রচনাকাল  - ২২|০৭|২০২২